জাতীয় বিশ্ববিদ্যালয়
(ডিগ্রী প্রাইভেট)
২০১৭ সালের
স্নাতক (পাস) প্রাইভেট/ সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশন সম্পর্কিত বিজ্ঞপ্তি
কোর্সসমূহ: বি.এ/বি.এস.এস/বি.বি.এস
আবেদনের তারিখ: ৩১/০৫/২০১৭ থেকে ০৫/০৭/২০১৭
আবেদন করার যোগ্যতা:
বাংলাদেশ-এ স্বীকৃত যে
কোন শিক্ষা বোর্ড হতে ২০১৩ সাল বা তৎপূর্বে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০১৭ সালের স্নাতক
(পাস) প্রাইভেট কোর্সে বি.এ/বি.এস.এস/বি.বি.এস কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে
পারবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচ.এস.সি. সমমান কোর্সসমূহ থেকে
শুধুমাত্র ১। এইচ.এস.সি.(ভোকেশনাল) ২। ডিপ্লোমা-ইন-কমার্র্স ৩। এইচ.এস.সি.(বিজনেস্
ম্যানেজমেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন পরবর্তী করনীয়:
আবেদনকারীকে প্রিন্ট করা
প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, সার্টিফিকেট কোর্সের
ক্ষেত্রে স্নাতক (সম্মান)/স্নাতক (পাস) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন
কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ)টাকা ও রেজিস্ট্রেশন
ফি বাবদ ৪৮৫/-(চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে
হবে। আবেদনকারীর মূল সনদপত্র ও নম্বরপত্র স্ব স্ব কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন । প্রাথমিক
আবেদন ফরমটির দ্বিতীয় অংশ কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে
ফেরত দিবে। কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের
মোবাইল নম্বরে SMS
এর মাধ্যমে তা জানতে পারবে।
প্রাথমিক অপ্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীতাবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীকেই রেজিস্ট্রেশন
কার্ড ইস্যু করা হবে না।
Post a Comment
0 comments
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.